1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ

রংপুরে জাপার সকাল-সন্ধ্যা হরতাল চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬
  • ১৫৭ Time View
1453347793রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এসএম ইয়াসিরের ওপর হামলার প্রতিবাদে অপরাধীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বৃহস্পতিবার সকালে থেকে জাতীয় পার্টির ডাকা হরতাল চলছে। হরতালে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। এমনকি বাইসাইকেল, রিকশা, অটোরিকশাও চলছে না। সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ আছে। হরতালকারীদের দাবি, নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, ‘ইয়াসিরের ওপর হামলা এবং রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদেই আজকের এ হরতাল। এজন্য জাতীয় পার্টির সবস্তরের নেতাকর্মীরা হরতালের মাঠে আছে।’
তিনি বলেন, এই হরতালের পরও যদি প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হয়, তাহলে এখানকার প্রশাসনের বিরুদ্ধে জোর আন্দোলন শুরু হবে।
রংপুরের ভারপ্রাপ্ত এসপি আব্দুল্লাহ আল ফারুক জানান, ‘হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে আছে। এছাড়াও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।’
প্রসঙ্গ, গত শুক্রবার জুমার নামাজ শেষে মুন্সিপাড়ায় বাবার কবর জিয়ারত করে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এসএম ইয়াসির। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ