1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

তৃতীয় বছরে রবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২
  • ১০০ Time View

মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার প্রত্যয়ে বছর দুই আগে যাত্রা শুরু করা টেলিযোগাযোগের নতুন ব্র্যান্ড রবি তৃতীয় বছরে পদার্পণ করেছে।

গ্রাহকদের সঙ্গে নিয়ে বুধবার সারাদেশে রবির অফিস ও কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে কেক কেটে দিনটি পালন করা হয়।

২০১০ সালের ২৮ মার্চ মাসে মালয়েশিয়ার আজিয়াটা বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে সাবেক একটেল রবি আজিয়াটা লিমিটেড নামে নতুন করে যাত্রা শুরু করে।

বিটিআরসির তথ্যমতে, গত দু’ বছরে ১৯ দশমিক ০৮ শতাংশ মার্কেট শেয়ার লাভ করে রবি। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৫ লাখ ১৯ হাজারে। সারাদেশে নেটওয়ার্কিং সেবা বাড়ানোর মাধ্যমে এটি উল্লেখযোগ্য কারিগরি সক্ষমতাও অর্জন করেছে। বর্তমানে দেশের প্রায় ৯৮ শতাংশ জনসংখ্যাই রবি নেটওয়ার্কের আওতাধীন।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, ‘সেবার গুণগতমান বৃদ্ধি ও নতুনত্ব আনতে সচেষ্ট রবি। আমরা একটি সুস্থ-সুন্দর প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকবান্ধব সেবায় মনোযোগী। তাই গ্রাহক বাড়ানোর চেয়ে আমাদের বর্তমান গ্রাহকদের দিকে বেশি নজর দিচ্ছি। এ দেশের কৃষ্টি, সংস্কৃতি এবং মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে রবি বদ্ধ পরিকর।’

শুধুমাত্র মুনাফা অর্জনে প্রাধান্য না দিয়ে রবি শুরু থেকেই বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ দিতে এ বছরের শুরু থেকে রবি ‘এবার হবেই’ নামে নতুন প্রচারণা শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ