1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

শেষ হচ্ছে পরণকথা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১২৯ Time View

1316জনপ্রিয় বেসরকারি চ্যানেল মাছরাঙার দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরণকথা’ শেষ হতে চলেছে। আগামীকাল রোববার, ৩ জানুয়ারি রাত ৮টায় প্রচার হবে নাটকটির শেষ পর্ব।

আমিরুল ইসলাম অরুণ পরিচালিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া, মাজনুন মিজান, অহনা, আ খ ম হাসান, শানারৈ দেবী শানু, জয়রাজ, বন্যা মির্জা, লুৎফর রহমান জর্জ, নাজনীন হাসান চুমকি, তারিক স্বপন, কাজী রাজু, শেলী আহসান প্রমুখ।

নাটকের গল্পে দেখাে গেছে এক গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে, যাদের কেউ বংশ পরম্পরায় চোর, কেউবা বাটপার আবার কেউবা সাধারন কৃষক। কিন্ত সবাই খুব সরল সহজ। পেশাগত কাজ শেষে তারা বাজারে চায়ের দোকানে বসে গল্প করতে পছন্দ করে।

এলাকার চেয়ারম্যান সবার উপকার করে, কিন্তু তার স্বার্থের বাইরে না। চোর গ্রুপকে দিয়ে সে চুরি করতে সাহায্য করতে থাকে। সময়ের আবর্তে দিন দিন তার লোভ বাড়তে থাকে এবং চুরির উপরে আরো কিছু করতে চোরদের বাধ্য করতে চায়। নিজের স্বার্থ হাসিলের জন্য এইসব সরল মানুষদের জীবন আস্তে আস্তে  জটিল করে তোলে। চাপের মুখে একসময় মানুষগুলো বাধ্য হয়ে ঘুরে দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ