1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

এক দশকেও পরির্বতন হয়নি ডিএসই’র ২০ ইনডেক্স

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ৭৭ Time View

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ ইনডেক্স গঠনের প্রায় এক দশক পেরিয়া গেলেও পুরনো তালিকায় কোনো পরিবর্তন হয়নি। কবে নাগাদ পরির্বতন হচ্ছে তাও অনিশ্চিত বলে জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ২০০০ সালে ১ জানুয়ারি ২০টি কোম্পানি নিয়ে তৎকালিন ডিএসই’র চেয়ারম্যান মো. সাহিক খান ডিএসই-২০ ইনডেক্স গঠন করেন।

২০০১ সালে এটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়। তবে ডিএসই-২০ গঠনের পর থেকে এখন পযর্ন্ত ওই তালিকার যে কোম্পানিগুলো ছিল সেগুলোই রয়ে গেছে। এই এক দশকে এ তালিকায় কোনো পরির্বতন বা পরির্বধন লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরা।

গত একদশকে পুঁজিবাজারে অনেকগুলো বড় মূলধনী কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এদের প্রত্যেকটির পরিশোধিত মূলধন, বাজার মূলধন, শেয়ারপ্রতি আয় বা ইপিএস, লভ্যাংশ ইত্যাদি ডিএসই-২০ সূচকে তালিকাভুক্ত অনেক কোম্পানির চেয়ে ভালো।

এসব কোম্পানি তালিকাভুক্তি হলে বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে পতনমুখী বাজারে নিয়ন্ত্রক সংস্থাসহ সকলের দাবি ছিল বিনিয়োগকারীদের প্রতি কোম্পানির ফান্ডাম্যান্টাল দেখে বিনিয়োগ করার জন্য। আর এক্ষেত্রে এ তালিকা ভালো ভূমিকা রাখতে পারতো কিন্তু তালিকা হালনাগাদ না থাকায় বিনিয়োগকারীদের হতাশ হতে হচ্ছে।

জানা যায়, পৃথিবীর সব দেশেই বিনিয়োগকারীদের সুবিধার্থে সেরা কোম্পানিগুলোর এ রকম একটি তালিকা রাখা হয় যাতে করে নতুন বিনিয়োগকারীরা ওই তালিকা দেখে বিনিয়োগ করতে পারে।

সেরা কোম্পানিগুলো নিয়ে তালিকা হালনাগাদ করতে না পারায় ডিএসই-২০ তালিকার প্রতি আগ্রহ হারাচ্ছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। অথচ তালিকা হালনাগাদ থাকলে বিনিয়োগকারীরা সহজেই কোম্পানি সর্ম্পকে ধারণা নিয়ে নিরাপদে বিনিয়োগ করতে পারতেন।

এ ব্যাপারে ডিএসই’র সহ-সভাপতি মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর এখনও আমাদের বোর্ড সভা হয়নি। সামনে আমাদের বোর্ড সভা আছে। সেই সভায় আলোচনার পর বিস্তারিত বলা যাবে। তবে এটির জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল বলে তিনি জানান।

অন্যদিকে ডিএসই-২০ সূচক নিয়েও রয়েছে আপত্তি। বাজারের বড় মূলধনী কোম্পানিগুলোকে এই সূচকে দেখানো হয়। অথচ একদশক আগে এই সূচক তৈরি করা হয়েছে। নিয়ম অনুযায়ী নতুন বড় মূলধনী কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে তা এই সূচকে অন্তর্ভুক্ত হবে। কিন্তু বাস্তবে তা করা হয় না।

এই অবস্থায় দীর্ঘসূত্রতায় আটকে গেছে বড় কোম্পানিগুলোকে নিয়ে ডিএসই-৩০ নামে নতুন সূচক চালুর উদ্যোগ। এসইসির সাবেক চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবি মির্জা মো. আজিজুল ইসলামকে আহ্বায়ক করে ২০০৯ সালে একটি সূচক কমিটি গঠন করা হয়েছিল বলে জানা য়ায়। তবে গঠিত কমিটি এ ব্যাপারে কোনো অগ্রগতি করতে পারেনি বলে ডিএসই’র একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ