1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

প্যারিস কেন বারবার হামলার লক্ষ্যস্থল?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ১৬০ Time View

চলতি বছরের জানুয়ারি মাসে ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি হেবদো হামলা চালায় সন্ত্রাসীরা। 7
বেশ কয়েকজন কার্টুনিস্টকে তারা হত্যা করে।
ওই পত্রিকাটিতে ইসলামের নবী মোহাম্মদের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়েছিল।
একই সময়ে একটি ইহুদী সুপারমার্কেটে চালানো হামলায় নিহত হয় সতেরো জন।
এ ঘটনার পর শহরটিতে সতর্কতা বাড়ানো হয়, কিন্তু তার মধ্যেও শুক্রবার শহরটিতে ঘটে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নৃশংসতা হত্যাযজ্ঞ।
প্রতিটি হামলার সাথে ইসলামী চরমপন্থিরা জড়িত বলে অভিযোগ।
বহু বছর ধরেই প্যারিস-সহ ফ্রান্সের অন্যান্য শহরগুলোর কিছু কিছু এলাকা ইসলামী চরমপন্থিদের উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে।
বঞ্চনা ও বেকারত্বের শিকার হওয়া তরুণ মুসলমানদের জন্য এসব এলাকায় জিহাদ এক নতুন সম্মোহন হিসেবে আবির্ভূত হয়েছে।
এখন পর্যন্ত ৫০০ জন ফরাসী ইরাক ও সিরিয়ায় জিহাদিদের সাথে যোগ দেবার জন্য পাড়ি জমিয়েছে।
বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলো থেকে মধ্যপ্রাচ্যে জিহাদে যোগ দিতে যাওয়া মানুষের মধ্যে ফ্রান্সের নাগরিকই সবচাইতে বেশী।
ওদিকে সিরিয়া ও ইরাকে আইএস যোদ্ধাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ফরাসী যুদ্ধবিমানগুলোর বোমাবর্ষণও অব্যহতভাবে চলছে।
ফলে ফ্রান্সের প্রতি ইসলামী চরমপন্থিদের বিদ্বেষ একটু বেশীই থাকবার কথা।
সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ