1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

গণিতবিদের জন্মদিনে গুগলের ডুডল

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ২১১ Time View

বিখ্যাত গণিতবিদ জর্জ বোলের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে গুগলের হোমপেজে নতুন ডুডল 24দেখা যাচ্ছে। বিশ্বসেরা গণিতবিদের জন্মদিন পালনের জন্য গুগল এই আয়োজন করেছে।
ডুডলে দেখা গেছে, গুগলের বর্ণগুলোর রং পরিবর্তন হচ্ছে। আর সেখানে জর্জ বোলেকে স্মরণ গুগলের নামের নিচে করে X, Y, XOR, OR, NOR, AND, NOT এই শব্দগুলো লেখা রয়েছে। বিভিন্ন ধরনের গাণিতিক লজিকের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহৃত হয়।
জর্জ বোল ইংল্যান্ডের লিনকলনশিরে জন্মেছিলেন। ১৮৪৯ সালে তিনি আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ কর্কে প্রথম গণিতের প্রথম প্রফেসর হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই তিনি একজন গণিতবিদ হিসেবে পরিচিতি পান। তবে তিনি একাধারে একজন গণিতবিদ, শিক্ষাবিদ, যুক্তিবিদ এবং দার্শনিক ছিলেন।
দ্য ল’স অব থট-এর লেখক হিসেবে পরিচিত ছিলেন বোলে। তিনি ডিফারেন্সিয়াল ইকুয়েসন্স এবং আলজেব্রিক লজিকের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন।
১৮৫৫ সালে ইডেনবার্গের প্রেসিডেন্ট কেইথ মেডাল বোলেকে রয়েল সোসাইটি মেডেল প্রদান করেছিলেন। ১৮৫৭ সালে জর্জ বোলে রয়েল সোসাইটি ফেলো নির্বাচিত হন।
তিনি ডাবলিন বিশ্ববিদ্যালয় এবয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক এলএলডি ডিগ্রি অর্জন করেন। ১৮৬৪ সালের ৮ নভেম্বর এই জনপ্রিয় গণিতবিদ মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ