অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাজধানীর বিভিন্ন স্থানে ৬ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাদেরকে পরে সংশ্লিষ্ট থানা পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
এদিকে পুলিশ জানায়, খিলগাঁও থানা এলাকা থেকে জামান (৪৪) ও বাদল (৪৭), বনানী থানা এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি (৪০), লালবাগ থানা এলাকা থেকে আশরাফ (৪০), ধানমণ্ডি থানা এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি (২২), ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি (৩৫)কে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।