রাজধানীর কেরাণীগঞ্জে স্ত্রী শাহেরা বেগমকে (৩৫) কুপিয়ে ও সৎ ছেলে ফয়সালকে (৮)
শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ইহসাক মিয়া। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বন্দরগঞ্জে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ে জান্নাত ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক কিবরিয়া (এসএসআই) জানান, ১৫ দিন আগে ইহসাক মিয়া আরেকটি বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় ইহসাককে রাতেই আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে।