প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতেই একটি বিশেষ মহল
পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করছে। দেশকে অস্থিতিশীল করার জন্য যত ষড়যন্ত্রই করা হোক না কেন, কোনোভাবেই তা সফল হতে দেয়া হবে না। আজ বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিনিয়ত সন্ত্রাস, জঙ্গিবাদসহ নানা ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। মোকাবেলা করতে হচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় যে শক্তি ও কর্মঘণ্টা ব্যয় হয়, তা করতে না হলে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে আরো এগিয়ে নিয়ে যেতে পারতাম।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ইতালি ও জাপানি দুই নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে এসব কথা বললেন। পরপর দুই বিদেশি হত্যার ঘটনায় এখন দেশ-বিদেশে তোলপাড় চলছে। দুটি হত্যাকাণ্ডের পরই ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস তার দায় স্বীকার করে ই-মেইল পাঠিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশে আইএসের কোনো কার্যক্রম নেই।