জার্মানির অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার ১০ সদস্যের একটি প্রতিনিধিদল
নিয়ে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এ তথ্য জানায়।
সফরে জার্মান মন্ত্রী তার দেশের সহায়তায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পাশাপাশি অর্থনীতি ও উন্নয়ন বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন ড. গ্রেড মুলার।
উন্নয়ন প্রকল্প পরিদর্শন করতে গ্রেড মুলারের বুধবার রাজশাহী সফর করার পূর্বনির্ধারিত সূচি রয়েছে।