রোহিঙ্গাদের বিষয়ে সুস্পষ্ট তথ্য চেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন
(ইসি)। এ ছাড়া একই বিষয়ে চিঠি দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে।
মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়।
মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের তথ্য সংগ্রহের জন্য একটি নির্দিষ্ট ছকও পাঠিয়েছে ইসি। চিঠিতে বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে, ছক অনুযায়ী তালিকা দেয়া সম্ভব না হলে মন্ত্রণালয়ে রোহিঙ্গাদের তথ্য যেভাবে সংগৃহীত আছে সেভাবে সফট কপিসহ সরবরাহ করার জন্য অনুরোধ করা হয়।
চিঠিতে মন্ত্রণালয়ের কাছে রোহিঙ্গাদের নাম, বাবার নাম, মায়ের নাম, স্বামী-স্ত্রীর নাম, জন্মতারিখ, ঠিকানা প্রভৃতি তথ্য চাওয়া হয়।
একই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে। চিঠিতে যেসব বেসরকারি সংস্থা (এনজিও) রোহিঙ্গাদের নিয়ে কাজ করে তাদের তালিকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে সেখানকার সরকারি রেজিস্টার্ড ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের তালিকা ও তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।
ইসি সূত্র জানায়, মন্ত্রণালয়গুলোর মধ্যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়েছে।