রাজধানীতে ইতালিয়ান নাগরিক ও রংপুরে জাপানি নাগরিক হত্যা বিষয়ে বিদেশী রাষ্ট্রদূত,
হাইকমিশনার ও দাতা সংস্থার প্রধানদের ব্রিফ করেছে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী ব্রিফিং শেষে কূটনৈতিক কোরের ডীন ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রর্বাট গিবসন সাংবাদিকদের বলেন, দুই ঘটনার পূর্ণ চিত্র বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। আশ্বস্থ করা হয়েছে পেশাগত ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত হচ্ছে। তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হবে। গিবসন বলেন, অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, পুলিশের আইজি, র্যাব ডিজি ঘটনার বিষয়ে কথা বলেছেন। আমরাও আইডিয়া শেয়ার করেছি। সরকারের তরফে নেয়া পদক্ষেপে কূটনীতিকরা সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিদেশী নাগরিকদের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেয়া হয়েছে তাতে আমরা কৃতজ্ঞ।