1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

বৃহস্পতিবার বলভদ্র নদীর উপর নবনির্মিত সেতু উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ১৫০ Time View

হবিগঞ্জের লাখাই উপজেলা ও পার্শ্ববর্তী বি.বাড়িয়া জেলার মধ্যবর্তী বলভদ্র নদীর উপর as6dtasjdনবনির্মিত সেতু উদ্বোধন হচ্ছে আগামী বৃহস্পতিবার। ওইদিন বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন। সড়ক ও জনপথ বিভাগের অধীনে সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ২১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। এটি নির্মাণে প্রায় ৩ বছর সময় লাগে। এদিকে সেতুটি চালু হলে ঢাকা থেকে হবিগঞ্জের দূরত্ব কমবে প্রায় ৪০ কিলোমিটার।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী হবিগঞ্জ সফরে আসেন। তখন তিনি লাখাই-নাসিরনগর সড়কের বলভদ্র নদীর উপর সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। এর প্রেক্ষিতে ২০১১-২০১২ অর্থ বছরেই সেতুটি নির্মাণের কার্যাদেশ প্রদান করা হয়। সেতুটি নির্মাণের জন্য ৭ একর ৪৪ শতাংশ ভূমি অধিগ্রহণ করা হয়। একই বছরের শেষ দিকে এক কাজ শুরু হয়। প্রায় ৩ বছরে ২১৭.৬৮ মিটার লম্বা ও ১০.২৫ মিটার প্রশস্থ সেতুটির নির্মাণ কাজ কয়েকদিন পূর্বে শেষ হয়।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান জানান, সেতুটি নির্মাণের মাধ্যমে লাখাই উপজেলার সাথে নাসিরনগর উপজেলার সংযোগ স্থাপন হয়েছে। এর মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এছাড়া সেতুটি নির্মাণ হওয়ায় হবিগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কমবে প্রায় ৪০ কিলোমিটার। এটি নির্মাণের ফলে এলাকার উৎপাদিত কৃষিপণ্য, মৎস্য সম্পদ, কুটির শিল্পজাত পণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহজে পরিবহন করা সম্ভব হবে।
সংসদ সদস্য এডভেকেট মো. আবু জাহির বলেন, ব্রীজটি চালু হলে শুধু এ অঞ্চলের নয়, কিশোরগঞ্জের একটি অংশের মানুষও উপকৃত হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, সেতু উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ