জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া আগামী ৯ অক্টোবর
শুক্রবার ৩দিনের সফরে খুলনা ও সাতক্ষীরা আসছেন। তার সঙ্গে বেশ কয়েকজন সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা থাকছেন। তিনি খুলনার পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রামে অনির্বাণ লাইব্রেরি রজত জয়ন্তী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করবেন।
সূত্র জানায়, ডেপুটি স্পিকার ৯ অক্টোবর বেলা ৩টায় মামুদকাটী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনির্বাণ লাইব্রেরির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজত জয়ন্তীী অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন ১০ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে পরিবেশ বিষয়ক সার্ক মিডিয়া এওয়ার্ড বিজয়ী সাংবাদিক নিখিল ভদ্রের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। ওইদিন বেলা ৩টায় সাতক্ষীরার তালা উপজেলার খেশরা গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সাহিত্য সংসদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। এছাড়া আওয়ামীলীগের কর্মীসভায় যোগদান এবং বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের রাড়ি ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পরিদর্শনের কর্মসূচী রয়েছে।
ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, মূলতঃ অনির্বাণ লাইব্রেরির রজত জয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে এই কর্মসূচী নিয়েছেন ডেপুটি স্পিকার। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, খুলনা-৬ আসনের সংসদ সদস্য এড. শেখ মো. নূরুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কবি কাজী রোজী, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, খুলনা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ও হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র উপস্থিত থাকবেন। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী, লেখক-সাহিত্যিক তৌহিদুর রহমান, ভাওয়াইয়া শিল্পী শফিউল আলম রাজা, অভিনেত্রী সুমনা সোমা ও সাংবাদিক নিখিল ভদ্রসহ ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক কর্মসূচীতে অংশ নিবেন।