স্বল্পসময়ের ব্যবধানে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পর দেশের সীমান্ত এলাকায়
দেশি-বিদেশিদের চলাচলে কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। সরকারের ‘বিশেষ নির্দেশে’ সতর্কতা জোরদার করেছে বেনাপোল বন্দর ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কর্তৃপক্ষও।
এদিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোমিন উদ্দিন জানিয়েছেন, যে সকল বিদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসছেন এদেশে তাদের অবস্থানের ঠিকানা নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। সাথে সাথে ঠিকানাটি ঢাকা অফিসে পাঠানো হচ্ছে। তাছাড়া এদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তাদের পাসপোর্ট ও ভিসা সম্পূর্ণ যাচাই বাছাই করেই দেশত্যাগের অনুমতি দিতে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। একইভাবে বেনাপোলসহ যশোর জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন যশোর ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।
অন্যদিকে যশোর ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন তিনি বলেন, সীমান্ত পথে অপরাধীরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সতর্কতা রয়েছে। নিরাপত্তাও জোরদার করা হয়েছে।