প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় আয়োজিত নাগরিক
সংবর্ধনাস্থলে উপস্থিত হয়েছেন।
আজ সোমবার বিকালে তাকে সংবর্ধনা দেয়া হবে। প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সংবর্ধনাস্থলে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেকে উপস্থিত রয়েছেন।
আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড এবং জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেয়া হচ্ছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউনেপ) এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এ ২ টি পুরস্কারে ভূষিত করে।
পরবর্তীতে, গত শনিবার তিনি বাংলাদেশে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে বিপুল গণসংবর্ধনা দেয়া হয়।