বিদেশি নাগরিক ও কূটনীতিকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এক
সপ্তাহের ব্যবধানে দুই বিদেশি নিহত হওয়ায় এবং তাদের মৃত্যুর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর সম্পৃক্ততা রয়েছে সন্দেহে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হল। বাংলাদেশে এবারই প্রথম বিদেশি নাগরিকদের ওপর এভাবে আক্রমণ হয়েছে। সেই সঙ্গে আইএস জানিয়েছে, ভবিষ্যতে এমন আরো বেশ কিছু আক্রমণ চালানো হবে। এই বিষয়গুলোকে সামনে রেখেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিদেশি নাগরিক ও কূটনীতিকদের বাসা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য বাড়তি ফোর্স নিয়োগ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানায় ডেপুটি কমিশনার মুনতাসিরুল ইসলাম। তবে এখনও এই হত্যাকাণ্ড আইএস’র বলে মনে করছে না পুলিশ। গত দুই বছরে জঙ্গি সংগঠনটির মাত্র দুইজন সদস্যকে পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে। তারা দেশে আইএস’র পক্ষে জঙ্গি নিয়োগের জন্য এসেছিলেন।