সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া
কোনভাবেই আদায় করা যাবে না। তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি বাস-মিনিবাসে ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আজ রবিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ’র মনিটরিং টিম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় তিনি এ বিষয়ে পরিবহণ মালিকদের সহযোগিতাও কামনা করেন।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা বাসে সংরক্ষণ না করা, অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি চালানোর অভিযোগে আজ ঢাকা মহানগরীতে বিআরটিএ’র ৩টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৪টি মামলাসহ ৬৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করে।
প্রসঙ্গত সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধিতে সিএনজি চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে বিআরটিএ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটারে নির্ধারণ করা হয় যথাক্রমে ১ টাকা ৭০ পয়সা এবং ১ টাকা ৬০ পয়সা। এছাড়া সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রাখা হয়। বাস-মিনিবাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার তালিকা গাড়িতে সংরক্ষণসহ ফিটনেসবিহীন, অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য বিষয়ে বিআরটিএ’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ ৩টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করে।