1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

আজ থেকে বর্ধিত বাস ভাড়া কার্যকর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ১৩৭ Time View

ঢাকা ও আশপাশের ৫ জেলা এবং চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস-মিনিবাসের নতুন ভাড়া asdatsdaআজ থেকে কার্যকর হচ্ছে। নতুন ভাড়া অনুযায়ী বাসে প্রতি কিলেমিটারে ১ টাকা ৭০ পয়সা ও মিনিবাসে ১ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই ৭ টাকা এবং মিনিবাসের ভাড়া ৫ টাকা থাকছে। গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে ব্যয় বিশ্লেষণের নামে অসত্য তথ্যের ওপর এ ভাড়া নির্ধারণ করে দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আগে বাসে ১ টাকা ৬০ পয়সা ও মিনিবাসে ১ টাকা ৫০ পয়সা ভাড়া নির্ধারিত ছিল। সিএনজি অটোরিকশার নতুন ভাড়া আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। ইতিমধ্যে নতুন ভাড়ার গেজেট ও ভাড়ার চার্ট প্রকাশ করা হয়েছে।
এদিকে অসত্য তথ্যে নির্ধারণ করা নতুন ভাড়া প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কিলোমিটারপ্রতি ১০ পয়সা বেড়ে যাওয়ায় যাত্রীপ্রতি ভাড়ায় তেমন কোনো প্রভাব পড়বে না। যাত্রীপ্রতি ১ থেকে ৫ টাকা ভাড়া বাড়তে পারে। ভাড়ার নতুন হার নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী বাসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
তারা আরও জানান, সরকার নির্ধারিত ভাড়ার বেশি যাতে কেউ আদায় করতে না পারে সে জন্য মোবাইল কোর্ট ও আইনশৃংখলা বাহিনী মাঠে সক্রিয় থাকবে। কোনো বাস ও মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবে তারা।
বিআরটিএর তথ্য অনুযায়ী, পল্লবী (মিরপুর-১২) থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত ১৬ দশমিক ৯ কিলোমিটার দূরত্বে বাসের নতুন ভাড়া ১ টাকা ৬৯ পয়সা বেড়ে হবে ২৮ টাকা ৭৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া হবে ২৭ টাকা। বর্তমানে এ রুটে চলাচলকারী সবগুলোই মিনিবাস। এসব বাসে ২৩-২৫ টাকা ভাড়া আদায় করা হয়। একইভাবে আবদুল্লাহপুর (উত্তরা) থেকে ফার্মগেট হয়ে গুলিস্তান পর্যন্ত ২১ দশমিক ১ কিলোমিটার পথে বাসে ৩৫ টাকা ৮৭ পয়সা ও মিনিবাসে ৩৩ টাকা ৭৬ পয়সা ভাড়া হবে। ফার্মগেট থেকে গুলিস্তানের দূরত্ব ৫ দশমিক ৭ কিলোমিটার। এ পথে বাসের ভাড়া ৯ টাকা ৬৯ পয়সা ও মিনিবাসে ৯ টাকা ১২ পয়সা ভাড়া হবে।
তবে যাত্রীদের আশংকা, নতুন ভাড়া আদায়ের নামে গণপরিবহনে বিশৃংখলার সৃষ্টি হবে। অতীতে কিলোমিটারে ভাড়া ৫ পয়সা বৃদ্ধি করলে আদায় করা হয় অতিরিক্ত ৫ টাকা। প্রতিবারই ভাড়া বাড়ানোর সময় যাত্রী হয়রানি এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। ভাড়া নিয়ে পরিবহনকর্মীদের মাধ্যমে যাত্রীদের নাজেহাল হওয়ার নজির রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ