1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ যা ঘটতে যাচ্ছে, তা দেশবাসী দেখবে, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাআল্লাহ, আমরা এই মুহূর্তটিকে ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হিসেবে ধরে রাখতে পারব।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলনের সফল সমাপ্তি হয়েছে; স্বৈরাচারের পতন হয়েছে এবং গণতন্ত্র অবমুক্ত হয়েছে।’

রাজধানীর মগবাজারে সাম্প্রতিক বোমা হামলার ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে ও বিদেশে এখনো সক্রিয়। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। তবে তাদের সেই অগণতান্ত্রিক ও সন্ত্রাসী স্বপ্ন সফল হবে না। যারা বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে চাইবে, আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করব।’

এ সময় একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এই বিএনপি নেতা। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের সামনে দলের শীর্ষ পর্যায়ের নেতারা ইতোমধ্যেই অবস্থান নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ