1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

সহজে কৃষিযন্ত্র সরবরাহে পূবালী ব্যাংক ও রানা মটরসের চুক্তি সই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১২
  • ১০৩ Time View

সহজ শর্তে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি (ট্রাক্টর ও অন্যান্য) সরবরাহের লক্ষ্যে পূবালী ব্যাংক ও রানার মটরস লিমিটেডের মধ্যে কৃষি ঋণ বিতরণসংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে।

সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এসংক্রান্ত স্বাক্ষর অনুষ্ঠান হয়।

পূবালী ব্যাংকের পক্ষে কাওরানবাজার কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক বিএম শহীদুল হক ও রানার মটরসের পক্ষে গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান চুক্তিতে সই করেন। পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

এই চুক্তি সম্পর্কে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বলেন, পূবালী ব্যাংক লিমিটেড কৃষির সম্প্রসারণ ও উন্নয়নে কৃষক ও কৃষিভিত্তিক শিল্পসমূহে সহজ শর্তে সহযোগীতামূলক ঋণ দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, পূবালী ব্যাংকের এই উদ্যোগ দেশে কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

এই সমঝোতা স্মারকের ফলে একজন কৃষক কৃষির সম্প্রসারণ ও উন্নয়নে কৃষি যন্ত্রপাতি (ট্রাক্টর ও অন্যান্য) কেনার পূবালী ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে পারবেন। ঋণগ্রহীতা নির্বাচন, ঋণ বিতরণ তদারকি, ঋণ আদায়, জামানতসহ সার্বিক কার্যক্রম সমন্বয় করবে রানার মটরস লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমএ হালিম চৌধুরী, মহাব্যবস্থাপক শান্তি রঞ্জন সরকার, কোম্পারি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোঃ সাঈদ সিকদার, মহাব্যবস্থাপক মোঃ খালেদ লতিফ, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ