1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ব্যাটারি বাঁচাতে নতুন অ্যাপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০০ Time View

আপনি কি জানেন, আপনার স্মার্টফোনের অ্যাপস অন্তত ফোনের ২৯ শতাংশ চার্জ শেষ করে দেয়।eqwe তাও আবার তখন, যখন আপনার ফোনের স্ক্রিন ‘লক’ করা থাকে। আপনি জানতেও পারেন না, আপনার স্মার্টফোনের চার্জ কখন নিঃশব্দে ফুরোতে থাকে। তাই বৈজ্ঞানিকরা এবার এমন এক অ্যাপ বানিয়েছেন, যা আপনার ফোনের চার্জ অন্তত ১৬ শতাংশ বাড়িয়ে দেবে।
ইনটেল কর্পোরেশনের অধীনস্ত সংস্থা অন্তত ২০০০ টি স্যামসং গ্যালাক্সি এস ৩, এস ৪ হ্যান্ডসেটের উপর সমীক্ষা চালিয়ে নিশ্চিৎ হয়েছে, অ্যাপটি কার্যকরী। ৬১টি দেশের ১৯১ মোবাইল অপারেটরের কানেকশন সমৃদ্ধ হ্যান্ডসেটে অ্যাপটি সত্যি সত্যি ব্যাটারি বাঁচিয়েছে।
স্মার্টফোনের স্পেস ও ব্যাটারি বাঁচাবে এই ৫ অ্যাপস
অ্যাপটির নাম হাশ। ইংরেজিতে Hush। এই প্রথম এত বড় পরিসরে (এতজন ইউজারের হ্যান্ডসেটের উপর) ব্যাটারি খরচ করে কোন কোন অ্যাপস-তা নিয়ে সমীক্ষা হল। কীভাবে কাজ করে হাশ? হাশ আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যে যে অ্যাপসগুলো অজান্তেই চলছে, সেগুলোকে বন্ধ করে দেয়। ফোনটি লক করে দিলেই ‘হাশ’ ফোনকে স্লিপ মোডে পাঠিয়ে দেবে। গুগল প্লে স্টোরে আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে অ্যাপটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ