1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

আজ থেকে যশোরে শুরু হচ্ছে দু’দিনব্যাপী তথ্য মেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৫ Time View

‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার’ দিবস উপলক্ষে আজ ১২ সেপ্টেম্বর শনিবার থেকে যশোরে aawrwদু’দিনব্যাপি তথ্যমেলা শুরু হচ্ছে। এ মেলা চলবে আগামীকাল ১৩ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত। যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় টিআইবি যশোর, সনাক, দৈনিক গ্রামের কাগজ, এমআরডিআই ও জাগ্রত নাগরিক কমিটির (জানাক) যৌথ উদ্যোগে কালেক্টরেট চত্ত্বরে মেলার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা অবধি চলা মেলাতে ৩৫টি স্টলে বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয় সেবা সম্পর্কিত তথ্য প্রদান করবে।
আয়োজনের প্রথম দিন সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন শেষে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বেলা ১২টায় শিশু থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে দুর্নীতি বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা, বেলা ২টায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বিকেল ৩টায় কুইজ প্রতিযোগিতা এবং বিকেল ৫টায় যশোর ইয়েস গণনাট্য দলের পরিবেশনায় নাটক সোনালী দিনের সন্ধানে পরিবেশিত হবে।
মেলার দ্বিতীয় দিন ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। অন্যদিকে বেলা ১২টায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা, বিকেল ৪টায় মেলার সমাপনি আলোচনা ও পুরস্কার বিতরণ এবং বিকেল ৫টায় তথ্য অধিকার আইন বিষয়ে এমআরডিআই সাংস্কৃতিক দলের পালা গান পরিবেশিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ