1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

রবিবার থেকে মোবাইল সিম পুনঃনিবন্ধন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭১ Time View

আগামী রবিবার থেকে মোবাইল সিম পুনঃনিবন্ধন শুরু হচ্ছে। এ কার্যক্রেম সঠিকভাবে নিবন্ধনকৃত সিম যাচাইয়ের সুযোগ থাকছে। আগামী ৩ মাস ধরে চলবে এ কার্যক্রম। আজ বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এ কথা জানান।8yusad[as]
তারানা হালিম বলেন, যারা ইতোমধ্যে সঠিকভাবে সিম নিবন্ধন করছেন, তাদের যাচাই করে নিতে হবে। যাচাইয়ে যদি দেখা যায় নিবন্ধন সঠিকভাবে হয়নি তাহলে সিম পুনঃনিবন্ধন করতে হবে। তিনি বলেন, গ্রাহকরা কিভাবে সিম নিবন্ধন করবেন তা রবিবারের মধ্যে জানিয়ে দেয়া হবে। প্রাথমিকভাবে ওই দিনই সিম পুনঃনিবন্ধন শুরু হবে। তিনি আরও বলেন, বেশিরভাগ অপারেটর সিম নিবন্ধন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করছে না এবং অনেকক্ষেত্রে অনিবন্ধিত সিম বিক্রির দায় অপারেটরা খুচরো বিক্রেতাদের উপর চাপিয়ে দেয় বলেও অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত ২০১২ সালের ১১ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা ‘প্রি-একটিভ’ সিম (আগে থেকেই চালু) বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কেউ নিবন্ধনহীন সিম ব্যবহার করলে প্রতিটি সিমের জন্য অপারেটরকে ৫০ ডলার করে জরিমানা করারও সিদ্ধান্ত হয়েছিল। তবে ৩ বছরেও তা কার্যকর হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ