1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

‘সীডস ফর দি ফিউচার’দের প্রশিক্ষণের জন্য চীনে পাঠালো হুয়াই

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ২২৩ Time View

‘সীডস ফর দি ফিউচার’ এর বিজয়ীদের দুই সপ্তাহের একটি প্রশিক্ষণের জন্য চীনে পাঠিয়েছে হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।agsuhdija'
বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে আসা ৯জন বিজয়ী ৫ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণের জন্য গত শনিবার চীনের উদ্দেশ্যে ত্যাগ করে।
বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইইউটি, চুয়েট এবং কুয়েট থেকে অংশগ্রহণকারী ৫ শতাধিক প্রতিযোগীর মধ্যে থেকে ৯ জন বিজয়ী নির্বাচন করে হুয়াই। বিচারকমন্ডলীতে ছিলেন ফ্যাকাল্টি সদস্যগণ এবং হুয়াই এর বিশেষজ্ঞরা।
সীডস ফর দি ফিউচার হুয়াই এর বিশ্বব্যাপী প্রতিভা বিকাশ কার্যক্রম এবং এটি হুয়াই এর সবচেয়ে ব্যয়বহুল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রম। এই প্রোগ্রাম স্থানীয় আইসিটি প্রতিভাদের বিকাশ, জ্ঞানের প্রসার নিশ্চিতকরণ এবং আইসিটি স¤পর্কে মানুষের ধারণা এবং টেলিযোগাযোগ শিল্প সম্পর্কে তাদের আগ্রহ বৃদ্ধির জন্য কাজ করে।
গত ১১ জুন গুলশানের আমারি হোটেলের ইডেন বল রুমে অনুষ্ঠিত সীডস ফর দি ফিউচারের গ্র্যান্ড ফিনালেতে হুয়াই বিজয়ীদের নির্বাচিত করে। উক্ত অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি।
চীনে দুই সপ্তাহের এই ভ্রমণকালে শিক্ষার্থীরা নানাবিধ নলেজ-শেয়ারিং এবং শিক্ষামূলক সেশনে অংশগ্রহণ করবেন। তারা প্রথমে সাংস্কৃতিক প্রশিক্ষণ গ্রহণের জন্য বেইজিং ল্যাংগুয়েজ এবং কালচার ইউনিভার্সিটিতে যাবেন।
দ্বিতীয় সপ্তাহে তারা শেনজেনে অবস্থিত হুয়াই এর প্রধান কার্যালয়ে যাবেন এবং সেখানে তারা সবচেয়ে উন্নত আইসিটি প্রযুক্তিসমূহ স¤পর্কে জানার সুযোগ পাবেন। তারা হুয়াই এর বিশেষজ্ঞদের কাছ থেকেও প্রশিক্ষণ লাভ করবেন। সর্বশেষে তারা একটি পরীক্ষায় অংশগ্রহণ করবেন যার মাধ্যমে তাদের অর্জিত জ্ঞানের প্রতিফলন পাওয়া যাবে।
গত ২ সেপ্টেম্বর হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড বিজয়ী শিক্ষার্থীদের সাথে একটি প্রাক-যাত্রা ব্রিফিং এর আয়োজন করে যেখানে তাদের সীডস ফর দি ফিউচার কর্মসুচির মাধ্যমে চীনে ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়। হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) এর চিফ অপারেটিং অফিসার ঝ্যাংমিংওয়েন প্রধাণ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) এর চিফ অপারেটিং অফিসার ঝ্যাংমিংওয়েন সীডস ফর দি ফিউচার কর্মসূচী সম্পর্কে বলেন, ‘আমরা সীডস ফর দি ফিউচার প্রোগ্রাম নিয়ে খুবই উচ্ছসিত। বিজয়ীরা চীনের বিভিন্ন বিখ্যাত দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন এবং নানাবিধ নলেজ-শেয়ারিং প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন, যা বাংলাদেশের বিজয়ীদের জন্য একটি বড় অভিজ্ঞতা হবে’।
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা এই ভ্রমণ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি আশা করছি তারা এই ভ্রমন শেষে বাংলাদেশে অনেক ভালো স্মৃতি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এর মাধ্যমে তারা অনুপ্রাণিত হবেন এবং তাদের প্রতিভা একটি আরো উন্নততর সংযুক্ত পৃথিবী গঠনে উদ্যোগী হবেন, যা একইসাথে হুয়াইরও লক্ষ্য’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ