ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রী উত্ত্যক্তকারী দুই বখাটেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন মো. ইমরুল হাসান টিটু (৩০) ও হাবিবুর রহমান (২৯)।
শনিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় সহপাঠীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ওই সময় টিটু ও হাবিবুর তাকে উক্ত্যক্ত করেন। পরে ওই ছাত্রী মোবাইল ফোনে বন্ধুদের খবর দিলে তারা এসে উত্ত্যক্তকারীদের ধরে পিটুনি দিয়ে শাহবাগ থানায় সোপর্দ করেন। পরে ওই ছাত্রী শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেন।
ওসি আবু বকর সিদ্দিক বলেন, “ছাত্রীকে উক্ত্যক্ত করায় আইন অনুযায়ী তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেটের কাছে তারা ছাত্রীকে উক্ত্যক্ত করার কথা স্বীকার করেছে। আদালত দুজনকেই এক বছর করে কারাদণ্ড দেন।”