ইসরাইলের সাংবাদিকদের কণ্ঠরোধ সংক্রান্ত একটি আইন সে দেশের পার্লামেন্টে পাশ হলো।
সংবাদসংস্থা এপি সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতে এই আইন পাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, সাংবাদিকরা তাদের বক্তব্য ‘অন এয়ার’ পেশ করতে পারবেন না।
দুনিয়াজুড়েই সাংবাদিকরা এই আইনের তীব্র নিন্দা করে ইসরাইল সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন।
আইনে বলা হয়েছে, “ব্রডকাস্ট হওয়া উচিত নিরপেক্ষ। ব্যক্তিগত মত প্রকাশ করা উচিত নয় সাংবাদিকদের। সাংবাদিকরা আইন প্রণেতা নন।”
ইসরাইলের প্রেস কাউন্সিল এই আইনের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, এই আইন বাক-স্বাধীনতা বিরোধী।
ইসরাইলের মন্ত্রিসভার সদস্য ওফির আকুনিস বলেন, “কয়েকটি চ্যানেল যেভাবে সরকারের সমালোচনা করছে, তা নিরপেক্ষ নয়। বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুধুমাত্র নিউজকাস্টিংয়ের উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। অনলাইন বা পডকাস্টিং এর ওপর নয়।
যদিও এখনও পর্যন্ত কী ভাবে এই আইন লাগু হবে তা নিয়ে কোনও স্পষ্ট গাইডলাইন ইসরাইল সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।-সংবাদসংস্থা