1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

২৪ মে থেকে কুয়েতে বাংলাদেশ ট্রেড ফেয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২
  • ৮৭ Time View

স্বাধীনতার পর এই প্রথম কুয়েতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশি পণ্যের মেলা। ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার-২০১২’ শীর্ষক তিন দিনব্যাপী এ আয়োজনের পর্দা উঠবে আগামী ২৪ মে। কুয়েত ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সেন্টারের মিসরেফ হলে অনুষ্ঠিতব্য এ ট্রেড ফেয়ারের আয়োজন করেছে কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

বুধবার দুপুরে রাজধানীর বিজয়নগরের হোটেল একাত্তরে কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

এ মেলায় জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান, ওষুধ শিল্প, চামড়াজাত শিল্প, গার্মেন্টস, সিরামিক পণ্য, পাটজাত পণ্য ও হ্যান্ডিক্র্যাফটস্, রিয়েল স্টেট, ব্যাংক-বীমা, মাল্টিপারপাস কো-অপারেটিভ, বিজ্ঞান-প্রযুক্তি ও তথ্য যোগাযোগসহ পর্যটন শিল্পের শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়াও, বাংলাদেশের মধু, মাছ, শাক-সবজি ও অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলোর স্টল থাকবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

আয়োজক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ আল ডাসিরি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রমোশন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান সুভাশিষ বোস।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘কুয়েতে বাংলাদেশি গার্মেন্টস পণ্য, সিরামিক, লেদার গুডস এবং বিভিন্ন খাদ্যদ্রব্যের ভালো চাহিদা রয়েছে। আশা করি, এ ট্রেড ফেয়ারের মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে।’

একই সঙ্গে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সুভাশিষ বোস বলেন, ‘বাংলাদেশের রফতানি পণ্যের সংখ্যা খুবই কম। তবে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে, যা আমরা কাজে লাগাতে পারছি না। বর্তমানে বাংলাদেশের রফতানি আয় হচ্ছে ২৩ বিলিয়ন ইউএস ডলার।’ তিনি আশা প্রকাশ করেন, কুয়েতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিশাল বাজার রয়েছে। এ মেলার মাধ্যমে সে বাজারের উন্নয়ন ঘটবে।

আয়োজক সংগঠনের মহাসচিব আব্দুল মতিন ভূঁইয়া বলেন, ‘আমাদের তৈরি পোষাক ভায়া মিডিয়া হয়ে কুয়েত যাচ্ছে। এ মেলার মাধ্যমে সে অবস্থার অবসান হবে।’ সরাসরি গার্মেন্টস পণ্য রফতানি শুরু হলে উভয় দেশই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেলার কো-স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং মিডিয়া কোলাবোরেশন হিসেবে থাকছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। কুয়েতে এ মেলার উদ্বোধন করবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জিএম কাদেও এমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ