1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

নরসিংদী পলাশে ২ বছর যাবৎ ঝুকিপূর্ণ ভবনে চলছে প্রশাসনের কাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ১২৬ Time View

নরসিংদী পলাশে জীবনের ঝুকি নিয়ে পুরনো জরাজীর্ণ ভবনে কাজ করছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। যে কোনো মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। fhfপলাশ উপজেলা ভবনটি ভিগলের মাধ্যমে দুতলা ভবন নির্মান করে উপজেলা প্রশাসনের কার্যক্রম করে আসছে। এ ভবনটিতে বর্তমানে সরকারী ৫ টি অফিস ও উপজেলা চেয়ারম্যানের কার্যালয় রয়েছে।

ভবনটিতে বড় বড় ফাটল এবং ছাদে খোসা প্রায় সময় তাদের মাথায় পড়ে অনেকেই আহত হচ্ছে এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। ভবনটি গত ২ বছর পূর্বেই ঝুকিপূর্ণ ঘোষনা করে সরকারের উদ্ধতন কর্মকর্তাদের চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন সহ গনপূর্ত অধিদপ্তর।

কিন্তু ২ বছর অতিবাহিত হলেও ভবনটি নির্মান করার জন্য কোনো অর্থ পায় নি ভবনটির কতৃপক্ষ। যার ফলে নতুন ভবন নির্মান করা সম্ভব হচ্ছে না। ফলে ঝুকিপূর্ণ ভবনে সরকারী কর্মকর্তা ও কর্মচারী সহ শত শত লোক প্রতিদিন অফিস করতে দেখা যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানা জানায়, আমরা বার বার উদ্ধতন কর্মকর্তাদের চিঠি ও তাগিদ দিয়েও কোনো ফল হচ্ছে না। যার ফলে ঝুকিপূর্ণ ভবনে জীবনের ঝুকি নিয়েই অফিস করতে হচ্ছে।

উপজেলা হিসাব রক্ষন অফিসার মো: গোলাম মোস্তফা জানায়, অফিসের ভিতর যখন ঢুকি তখন মনে হয় জীবন নিয়ে অফিস থেকে বের হতে পারবো কিনা প্রতিদিন চিন্তিত থাকি। আমাদের পরিবার পরিজন প্রতিদিন আতঙ্কে থাকে। সরকারীভাবে ২ বছর পূর্বেই ঝুকিপূর্ণ ভবন হিসেবে ঘোষনা করার পরও জীবনের ঝুকি নিয়ে ভাঙ্গাচুড়া ভবনে অফিস করতে হচ্ছে। অফিসের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে।

মহিলা বিষয়ক কর্মকর্তা ভয়ে অন্যত্র চলে গেছে। কিন্তু আমরা সরকারী কর্মকর্তা আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই যার ফলে ঝুকিপূর্ণ ভবনেই অফিস করতে হচ্ছে আমাদের। কোনো দূর্ঘটনা ঘটলে রানা প্লাজার মতো যে কোনো সময় সরকারী কর্মকর্তা ও শত শত জনসাধারনের প্রাণ চলে যেতে পারে। এ ব্যাপারে উদ্ধতন কতৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ