1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

দাম বাড়ার শীর্ষে সোনালী আঁশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১২
  • ৮০ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে সোনালী আঁশ কোম্পানির শেয়ারের দাম। এ দিন সোনালী আঁশ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৯ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পায়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটের সূত্র মতে, মঙ্গলবার সোনালী আঁশ কোম্পানির শেয়ারের সর্বোচ্চ ১৩২ দশমিক ১ টাকায় এবং সর্বনিম্ন ১২৩ দশমিক ৪ টাকায় লেনদেন হয়।

গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ১২০ দশমিক ১ টাকা।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর সোনালী আঁশ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

১৯৮৫ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০টিতে।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, এ কোম্পানির বাজার মূলধন ৩২ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২ কোটি ৭০ লাখ টাকা।

বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ২৭ লাখ ১২ হাজার। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৪ দশমিক ৩৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫ দশমিক ৬৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫০ শতাংশ শেয়ার রয়েছে।

দাম বাড়ার শীর্ষে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- সোনালী আঁশ ৯ দশমিক ৯০ শতাংশ, নিটল ইন্সুরেন্স ৯ দশমিক ৭৫ শতাংশ, ফাস্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. ৯ দশমিক ৬৬ শতাংশ, ইউএলসি ৯ দশমিক ৬০ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্স ৯ দশমিক ৫০ শতাংশ, প্রাইম টেক্স ৯ দশমিক ৪১ শতাংশ, লংকা-বাংলা ফিন্যান্স ৯ দশমিক ০৯ শতাংশ, আলহাজ টেক্সটাইল ৮ দশমিক ৭২ শতাংশ, বিচ হ্যাচারি ৮ দশমিক ৭২ শতাংশ এবং ফুওয়াং ফুড লি. ৮ দশমিক ৫৯ শতাংশ দাম বেড়েছে।

লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে বুধবার ডিএসইর শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি ফাস্ট এনবিআর মিউচ্যুয়াল ফান্ট, ইউনাইটেড ইন্সুরেন্স, আইপিডিসি, লংকা-বাংলা ফিন্যান্স লি., ইউএলসি, ফাস্ট লিজ অ্যান্ড ফিন্যান্স লি., আনলিমা ইয়ার্ন, বিচ হ্যাচারি, ফু ওয়াং সিরামিকস এবং প্রিমিয়ার ব্যাংক লি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ