1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

দেশের স্বার্থে কাজ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ১১২ Time View

hasina1উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে এর আওতাধীন সংস্থা সমূহের চলতি অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চুক্তি সম্পাদিত হয়। রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষসহ ছয়টি সংস্থার সঙ্গে এই চুক্তি সম্পাদন হয়। এ সময় প্রধানমন্ত্রী, সরকারি কর্মকর্তাদের নিজ স্বার্থের কথা না ভেবে দেশের জন্য কাজ করতে বলেন।

এছাড়া এই চুক্তির বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর অভিষ্ঠ লক্ষ অর্জনে কাজের গতিশীলতা আসবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে এই চুক্তি সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করে তিনি।

প্রথম বছরের সাফল্যের পর ২য় বছরের মতো আবারও এই চুক্তি সম্পাদন করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ