1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

মতিঝিলে বিনিয়োগকারী শূন্য সিকিউরিটিজ হাউজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ৭৮ Time View

প্রধান বিরোধী দল বিএনপির ঢাকা ১২ মার্চ মহাসমাবেশকে কেন্দ্র করে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মতিঝিল এলাকার প্রায় সব সিকিউরিটিজ হাউজে বিনিয়োগকারী শূন্য লক্ষ্য করা গেছে।

রাজধানীতে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে বিনিয়োগকারীরা মতিঝিলে আসতে পারছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার সকালে বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ঘুরে দেখা গেছে, মতিঝিল এলাকার প্রায় সব হাউজই বিনিয়োগকারী শূন্য হয়ে পড়েছে। দু’একটি সিকিউরিটিজ হাউজে ২/৩ জন বিনিয়োগকারী থাকলেও তারা লেনদেন করার চেয়ে বিএনপি’র মহাসমাবেশ নিয়ে আলোচনায় ব্যস্ত দেখা গেছে।

মতিঝিল এনেক্স ভবনের এম সিকিউরিটিজ, আজম সিকিউরিটিজ, হেদায়তুল্লাহ সিকিউরিটিজ, মধুমিতা ভবনের শাকিল রিজভী সিকিউরিটিজ, এরিনা সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, ফিনিক্স সিকিউরিটিজ, হাজী আহমেদ সিকিউরিটিজ, রহমান ম্যানশনের স্কয়ার সিকিউরিটিজ, গ্লোবাল সিকিউরিটিজসহ প্রায় সব প্রতিষ্ঠানে এ চিত্র দেখা গেছে।

সিনথিয়া সিকিউরিটিজ হাউজের কম্প্লেইন অফিসার রফিকুল ইসলাম
বলেন, ‘গতকাল ও আজ বিনিয়োগকারীদের উপস্থিতি কম। কারণ বিএনপির মহাসমাবেশকে ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় বিনিয়োগকরীরা হাউজে উপস্থিত হতে পারছেন না। এ কারণে ডিএসইতে লেনদেনও কম হচ্ছে।’

এ ব্যাপারে বিনিয়োগকারী ঐক্য পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতাউল্লাহ নাইম বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিনিয়োগকারীরা মতিঝিলের বিভিন্ন সিকিউরিটিজ হাউজে এসে লেনদেন করে। বিএনপির মহাসমাবেশের কারণে আজ যানবাহন বন্ধ রয়েছে। তাই বেশিরভাগ বিনিয়োগকারী তাদের নির্দিষ্ট হাউজে উপস্থিত হতে পারেনি। এজন্য হাউজগুলো বিনিয়োগকারী শূন্য।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ