1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

এবার ছোট পর্দায় রুবেল-হ্যাপির রসাল গল্পের লাভ স্টোরি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
  • ১০২ Time View

hapiযতদিন গড়াচ্ছে ততই রুবেল-হ্যাপি অবৈধ সম্পর্ক আরও রাস্তায় নেমে আসছে৷ ঢলিউডের উঠতি অভিনেত্রী হ্যাপি যে কোনও মূল্যে এই ঘটনার শেষ দেখবেন বলে আগেই হুঙ্কার দিয়েছেন৷ এবং ঘটনা প্রবাহ জানান দিচ্ছে, হ্যাপি তাঁর কথা রাখতে চলেছেন৷

তাঁদের এই বহু চর্চিত প্রেমকাহিনী এবার ছোট পর্দায়৷ না, এখনই কোনও সিরিয়াল বা রোমান্সে ভরা নাটক নয়, আসলে হ্যাপি গোটা ঘটনার সব প্রমাণ নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে৷ আর ছোট পর্দায় হ্যাপি-রুবেলের রসাল গল্পের লাইভ টেলিকাস্টের জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে চ্যানেলগুলির টিআরপি৷ যা ছাপিয়ে যাচ্ছে বিভিন্ন বিনোদনের চ্যানেলকেও৷

এই প্রসঙ্গে হ্যাপি বলেন, আমি রুবেলের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছি ফোনালাপে তার প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন, ‘রুবেলের সঙ্গে আমার যে কথোপকথন হয়েছে তার সবটা রেকর্ড করা সম্ভব হয়নি৷ কিছুটা রেকর্ড করতে পেরেছি৷ আর সেগুলোই আমি টিভি চ্যানেলের কাছে হস্তান্তর করেছি। তার একটা কপি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও পাঠাব।

১৯ বছরের অভিনেত্রী হ্যাপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের প্রেমের শুরুটা হয় ফেসবুক থেকে। অবশেষে এই প্রেম গড়িয়েছে আদালত পর্যন্ত। অনুসন্ধানে জানা গিয়েছে, হ্যাপি-রুবেলের প্রেম প্রথম দিকে ভালোই চলছিল। কিন্তু পরবর্তিতে হ্যাপির ফেসবুক আইডিতে রুবেলের মিউচুয়াল ফ্রেন্ড নিয়ে প্রশ্ন তোলেন রুবেল।

ফোনালাপের বিস্তারিত জানতে চাইলে হ্যাপি বলেন, ‘আমি এখনই এগুলো নিজে মুখে বলতে চাই না। টিভিতে প্রচার করা হলে তা দেখতে পাবেন সকলে। আমি রুবেলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছি আইনগতভাবে তা প্রমাণ করেই ছাড়ব।’ সব মিলিয়ে ছোট পর্দায় জমে উঠেছে রুবেল-হ্যাপি লাভ স্টোরি৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ