1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

মা’ হতে চান সানি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৯ Time View

সবাই জানে সানি লিওন ‘অ্যাডাল্ট স্টার’৷ একসময় নীল ছবিতে কাজ করতেন৷ এখন তিনি সেই জগত থেকে দূরে সরে গিয়ে বাণিজ্যিক ছবিতে কাজ করছেন৷ সানি অবশ্য কোনো দিনই নিজের অতীত নিয়ে লুকোছাপা করেন না৷ বরং মুক্তকন্ঠেই বলেন, নীল ছবির দৌলতে আজ তিনি অন্যরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছেন৷image_98075_0

তা সেই অ্যাডাল্ট স্টার সানি লিওন-ই বললেন, শুধু মাত্র প্রাপ্তবয়স্করাই নন, শিশুরাও তাকে চেনে৷ কোথাও গেলে ছোটবড়, সকলে মিলে তার সঙ্গে ছবি তুলতে চায়৷ শিশুদের প্রসঙ্গেই এবার সন্তানধারনের কথা বলেছেন সানি৷

তার কথায়, “আমি অবাক হয়ে যাই শিশুরা চট করে কীভাবে আমায় চিনে ফেলে৷ আমি আর আমার স্বামী ড্যানিয়েল এবার পরিবার তৈরির কথা ভাবতে পারি৷ কিন্ত্ত সেটা কবে, এখনও ঠিক নেই৷ সময়ই সেটা বলতে পারবে৷ এই মুহূর্তে আমি কেরিয়ার নিয়েই বেশি ভাবছি৷ কেরিয়ারেই বেশি গুরুত্ব দিচ্ছি৷ তবে মা হওয়ার পরও আমি কাজ করে যাবো৷ আমি চেষ্টা করবো শরীরটাকে ফিট রাখতে৷ শরীর ঠিক থাকলে কাজ করতে কোনো অসুবিধা হবে না৷ আমেরিকায় সকলে এমনটাই করে৷”- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ