1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

চুয়াডাঙ্গায় ইসি জাবেদ আলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৯ Time View

মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।

জাতীয় পাটি পদত্যাগ করলে দেশে কোনো সাংবিধানিক সংকট দেখা দেবে কিনা এবং বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে জাবেদ আলী জানান, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পাটি সংসদ থেকে পদত্যাগ করলে সংবিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।image_97555_0

তিনি বলেন, এমন সংকট দেখা দিলে সংবিধানের ৬৫,৭৩, ১২৩ ও ১৪৮ ধারায় স্পষ্ট করে বলা আছে কিভাবে, কখন নির্বাচন হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মজিবর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, পুলিশ সুপার রশীদুল হাসানসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার চুয়াডাঙ্গার নবনির্মিত সার্ভার স্টেশন আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে দুপুরে তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ