ঘুমধুম সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে মর্টার শেল নিক্ষেপের শব্দে আতঙ্ক ছড়িয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীন নিকুছড়ি বিওপি এলাকার সীমান্ত থেকে প্রায় দুই হাজার গজ ভেতরে এ শব্দ শোনা যায়।
স্থানীয়রা জানান, হঠাৎ মর্টার শেলের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
বিজিবি জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত অংজাই ক্যাম্প সংলগ্ন এলাকায় মর্টার ফায়ারের শব্দ পাওয়া গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
নাইক্ষ্যংড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি।