1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ

রাজশাহীর উন্নয়নে সরকারকে আলটিমেটাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮৩ Time View

রাজশাহীর উন্নয়নে আট দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।

সোমবার নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত বিক্ষোভ-সমাবেশ থেকে এ আলটিমেটাম দেয়া হয়। অবিলম্বে এসব দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুমকিও দেন সংগঠনটির নেতারা।image_97456_0

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আট দফার দাবির মধ্যে রয়েছে- পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, গঙ্গা ব্যারেজ নির্মাণ, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, চিকিৎসক ‘ফি’ নির্ধারণ করে সেবা নিশ্চিত করা, বন্ধ রেশম কারখানা চালু, পাসপোর্ট অফিস দালালমুক্ত করা, মাদক থেকে শিক্ষা নগরীকে রক্ষা ও রাজশাহী মহানগর এলাকায় গ্যাস সংযোগ প্রদানে দুর্নীতি বন্ধ করা।

এতে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, পরিষদের উপদেষ্টা ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নারী নেত্রী জেসমিন আরা বিউটি প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। জামাত খান বলেন, উন্নয়নের ক্ষেত্রে রাজশাহী সবসময়ই বৈষম্যের শিকার।

বৃহৎ একটি অঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করে সারা দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি অবিলম্বে রাজশাহীর উন্নয়নে আট দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায়, কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামাত খান বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের ফলে ভবিষ্যত প্রজন্ম অর্থাৎ তরুণ-যুবকদের নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে। তাই রাজশাহীকে মাদকমুক্ত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ