1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

প্রসিকিউশন পুনর্গঠনের পরামর্শ দিলেন এটর্নি জেনারেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০১৪
  • ৫৬ Time View

mahbubeরাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীদের মধ্যে রেষারেষির প্রেক্ষাপটে প্রসিকিউশন বিভাগ পুনর্গঠন করা উচিত।

ট্রাইব্যুনালে প্রসিকিউটরদের বিভক্তি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমে কথা বলার একদিন পর রবিবার এ মত জানালেন।

এটর্নি জেনারেল রবিবার তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ট্রাইব্যুানালে তারা (প্রসিকিউটর) যা করছেন, সেটা আপনাদের মতো আমিও শুনি। ফৌজদারি মামলা তারই করা উচিত, যার ফৌজদারি মামলা করার অভিজ্ঞতা আছে, যিনি ১০-৫টা বিচারে ছিলেন।

তিনি বলেন, এখানে এডভেঞ্চারিজমের কোনো অবকাশ নেই। তবে আমি মনে করি, এখানে প্রধান প্রসিকিউটিরের সঙ্গে অন্যদের একটা সমন্বয় থাকা উচিত। এটার প্রচন্ড অভাব। এটা থাকা উচিত নয়।

চার বছর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের সময় প্রধান প্রসিকিউটর করা হয় গোলাম আরিফ টিপুকে। সমপ্রতি তিনি চিকিৎসার জন্য বিদেশে গেলে ভারপ্রাপ্ত প্রধান প্রসিকিউটর হন সৈয়দ হায়দার আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ