রাজধানীতে ৭২ ঘণ্টার সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট চলছে। অটোরিকশার বয়সসীমা বাড়ানোর দাবিতে মালিক সমিতি এই ধর্মঘটের ডাক দেয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়। তবে ধর্মঘট চলাকালে ব্যক্তি মালিকানাধীন সিএনজিচালিত কিছু অটোরিকশা চলছে।
এদিকে ধর্মঘটের কারণে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
প্রসঙ্গত, ২০০২ সালে ঢাকায় অটোরিকশা নামানোর সময় এর বয়সসীমা ৯ বছর নির্ধারণ করে দেয়া হয়েছিল। মালিকদের চাপে তা দুদফা বাড়িয়ে ১১ বছর করা হয়। এখন আরো ৪ বছর বয়সসীমা বৃদ্ধির দাবি তুলেছেন মালিকরা।