1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে: নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১২
  • ১০৫ Time View

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে।’

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘নির্বাচিত প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে। কারণ নির্বাচনে প্রধানমন্ত্রী কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না, সেই সুযোগও তার থাকবে না। প্রশাসনিক সব ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে। এখানে ভোট চুরির কোনো সুযোগ নেই। জনগণ যাকে চাইবে তাকেই নির্বাচিত করবে। তিন মাসের নামে কোনো তত্ত্বাবধায়ক সরকার তিন বছর দেশ চালাক তা আমরা চাই না।’

তিনি বলেন, ‘কোন দল নির্বাচনে এলো, না এলো তাতে কিছু যায় আসে না। কারণ, মানুষ এখন প্রতীক না, ব্যক্তি দেখে ভোট দেবেন। যেমন কুমিল্লা ও নারায়ণগঞ্জে খালেদা জিয়া ভোট বর্জন করলেও জনগণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া যে ভাষায় কথা বলেন সে ভাষায় কোনো সুস্থ মস্তিষ্কের মানবিক জ্ঞানসম্পন্ন মানুষ বলতে পারে না।’

খালেদা জিয়ার কথায় উত্তেজিত না হয়ে দেশের সবাইকে কাজ করার আহ্বান জানান নাসিম।

তিনি বলেন, ‘ফাঁকা মাঠে কেউ আর গোল দিতে পারবে না। আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী। তবে আন্তর্বর্তীকালীন সরকার কারা পরিচালনা করবে সে ব্যাপারে আলাপ-আলোচনা হতে পারে। নির্বাচনে এখনও অনেক সময় বাকি। এরই মধ্যে খালেদা জিয়া কেন এসব কথা বলছেন এ রহস্য আমাদের খুঁজে বের করতে হবে।’

মন্ত্রীদের উদ্দেশে নাসিম বলেন, ‘আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে বর্তমান সরকার সমস্যায় পড়ে। যে মন্ত্রী যে দায়িত্বে ন্যাস্ত শুধু সে বিষয়েই কথা বলবেন, অন্য বিষয়ে নয়।’

তিনি বলেন, ‘ঢাকা দখল করে লাভ নেই। দখল করতে হবে ঢাকাবাসীর মন।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা ও উপদেষ্টা শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মনরঞ্জন ঘোষাল, কৌতুক অভিনেতা ফরিদ আলী, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ