1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
যে দেশে চাকরির অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক : অর্ষা বিশ্ববাজারে বাড়লো সোনা-তেলের দাম, শেয়ারবাজারে ধস সংঘাতে সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে একমাত্র আমরাই ইসলামি দল: চরমোনাই পীর মার্কিন ভিসানীতিতে পরিবর্তন, ভারতীয়দের মাথায় হাত শেরপুরে জামায়াত নেতা নিহত, আমিরের কড়া বার্তা তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আবারও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে কল্পনা করিনি : হাসনাত আবদুল্লাহ

ব্যাংক পলিসি স্বচ্ছলদের জন্য: দিলীপ বড়ুয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০১১
  • ২২৪ Time View

ঢাকা: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বাংলাদেশের ব্যাংক পলিসি হচ্ছে আর্থিকভাবে স্বচ্ছলদের জন্য। যাদের আর্থিক অবস্থা ভালো, ব্যাংক তাদের ঋণ দিতে স্বাচ্ছন্দ বোধ করে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৭ থেকে ২৫ লাখ টাকা বন্ধকবিহীন ঋণের ব্যবস্থা করেছি।

মঙ্গলবার সকালে ঢাকার এক অভিজাত হোটেলে ‘প্রান্তিক নারীর অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিদ্যমান সেবাসমূহ: উদ্যোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘অর্থনীতি হচ্ছে সমাজের মূল ভিত্তি। রাজনীতি এর বহিৰপ্রকাশ। রাজনীতিবিদরা সঠিকভাবে কাজ করলে অর্থনীতি এগিয়ে যাবে।’

কুটির শিল্প সম্পর্কে শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সনাতনভাবে কুটির শিল্প রয়েছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, ব্যাংক ঋণের অভাবে সেগুলো ঠিকভাবে এগিয়ে যায়নি।’

বিসিক সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর বিসিককে সিক (অসুস্থ) অবস্থায় পেয়েছি। এখন এটাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।’

ফর দি উইমেন বাই দি উইমেন ফোরামের চেয়ারপারসন শামসুর নাহানের সভাপতিত্বে এবং অ্যাকশন এইচ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এম এ কাশেম, মানুষের জন্য ফাউন্ডেশনের মানবাধিকার বিষয়ক পরিচালক রীনা রায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জিএম এলরিজ জে ম্যাক উয়ান প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসি’র অতিরিক্ত সচিব ফেরদৌসারা বেগম।

ডেপুটি গভর্নর এম এ কাশেম বলেন, ‘আমাদের এসএমই কার্যক্রম সফল হয়েছ। এসএমই’র ফান্ড আরও বৃদ্ধি করা হবে। এই ফান্ডের নির্দিষ্ট অংশ নারী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।’

সোনারগাঁও হোটেলের জিএম এলরিজ জে ম্যাক উয়ান বলেন, ‘আমি একজন বিদেশি। দেখতে অনেক বড়। পরিবারের জন্য একমাত্র অর্থ উপার্জনকারী ব্যাক্তি। তারপরও আমার স্ত্রী ছাড়া আমি ও আমার পরিবার অসহায়। ঠিক তেমনি আপনাদের ছাড়া আপনাদের পরিবারগুলো অসহায়।’

বেসরকারি সংস্থা ফর দি উইমেন বাই দি উইমেন ফোরাম ও উইমেনস কালেক্টিভ যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করে। এতে ১৮টি জেলার প্রান্তিক নারী উদ্যোক্তা ও মাঠ-পর্যায়ে নারী-ক্ষমতায়নের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ফোরামের সদস্য-সংগঠন সমূহ অংশগ্রহণ করে।

সেমিনারটি আয়োজনে ইভেন্ট স্পন্সর ছিলো প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং আর্থিক সহায়তা প্রদান করেছে অ্যাকশন এইড বাংলাদেশ ও মানুষের জন্য মানুষ ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ