1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

ফর্মুলা নিয়ে সংসদে আসুন: বিএনপিকে হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ৮৫ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেছেন, একদিকে আলোচনার কথা বলবেন, অন্যদিকে ১২ মার্চের কর্মসূচি পালন করবেন, তা বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পাশের সড়কে মহানগর যুবলীগ (উত্তর) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক বিষয়টি সংসদে নিম্পত্তি হয়ে গেছে। এ বিষয়ে আর কথা বলে কোন লাভ নেই।

এই সরকারের আমলে যত নির্বাচন হয়েছে সবই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনার বিষয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে হানিফ বলেন, আপনার বক্তব্য যদি বিএনপির বক্তব্য হয়ে থাকে তবে ফর্মুলা নিয়ে সংসদে আসুন। আলোচনার দরজা খোলা আছে, সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব।

যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র এবং দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে হানিফ বলেন, খালেদা জিয়ার কর্মসূচি দেশ ও দেশের মানুষের কল্যাণে নয়। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং তার দুর্নীতিবাজ দুই ছেলেকে রক্ষার জন্য। ষড়যন্ত্র করে কোন লাভ নেই। যে কোন মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। কোন শক্তি বিচার বানচাল করতে পারবে না।

বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোন আপত্তি নেই জানিয়ে হানিফ বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য, ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ মারলে জনগণের রায়ে নির্বাচিত সরকার তা মেনে নেবে না।

খালেদা জিয়ার বক্তব্যের জবাবে হানিফ বলেন, বিগত ৫ বছরে হাজার হাজার মানুষকে পঙ্গু বানিয়েছেন, এরপরেও সাধ মেটেনি। বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল বলেই কি এত ক্ষোভ? যে উদ্দেশ্যে জাতিকে পঙ্গু করতে চেয়েছেন, তা কোন দিন পূর্ণ হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ সহকারী মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াত জোটের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

মহানগর উত্তর যুবলীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্ল্যা ও শাহিদা পারভীন দীপ্তি, যুবলীগ নেতা হারুন অর রশিদ রশীদ, ফজলুল হক আতিক প্রমুখ।

পরে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল কাজিপাড়া, শেওড়াপাড়া হয়ে আগারগাঁও তালতলায় গিয়ে শেষ হয়।

এর আগে বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ