পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্স ২০১৩ সালের ৩১ই ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার অনুষ্ঠিত বোর্ড সভায় এ কোম্পানির পরিচালনা পর্ষদ শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৫৮ টাকা। এর আগের বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।