1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

কলম্বিয়ায় জঙ্গি হানায় নিহত ৯

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩
  • ৭৫ Time View

গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কলম্বিয়ার ককা প্রদেশের ইনজা শহর। গত কালের এই জঙ্গি হানায় নিহত হয়েছেন ন’জন। আহতের সংখ্যা কমপক্ষে ৩৮। নিহতদের মধ্যে পাঁচ জন সেনা, এক পুলিশ অফিসার ও তিন জন সাধারণ মানুষ রয়েছেন।
পুলিশ জানিয়েছে, একটি গাড়ির মধ্যে খাবারের সঙ্গে সিলিন্ডার লুকিয়ে রাখা ছিল। তার থেকেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটি জনবহুল বাজারে সেই গাড়িটি জোর করে ঢুকিয়ে দেয় জঙ্গিরা।
কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে দেশের প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস অভিযোগের আঙুল তুলেছেন বিদ্রোহী সংগঠন রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া ওরফে ফার্কের দিকে। জঙ্গি হানার খবর পেয়ে তাঁর কড়া প্রতিক্রিয়া, “জঙ্গিদের আর এক মুহূর্ত সময় দেওয়া উচিত নয়। ওদের এমন ভাবে মোকাবিলা করতে হবে যাতে দ্বিতীয় বার এই ধরনের কাজ করার সাহস ওরা না পায়।” প্রেসিডেন্টের ঘোষণা, বিস্ফোরণে কাদের হাত আছে, সেই সংক্রান্ত তথ্য দিলে সাড়ে পনেরো হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গেই তিনি সতর্ক করে বলেছেন, “ফার্ক যদি মনে করে এই ধরনের ঘটনার পরেও আমরা সংঘর্ষ বিরতির কথা ভাবব, তা হলে ওরা ভুল ভাবছে।” ১৯৬০ থেকেই কলম্বিয়ায় সরকার-বিরোধী আন্দোলন চালিয়ে আসছে বামপন্থী সংগঠন ফার্ক। পাঁচ দশক ধরে চলা এই রক্তাক্ত আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ। সদ্য গত বছরই সরকারের সঙ্গে আলোচনার রাস্তায় হাঁটতে রাজি হয়েছে ফার্ক। কিন্তু সেই শান্তি প্রক্রিয়া কতটা কার্যকর হবে, বিস্ফোরণ সেই প্রশ্ন তুলে দিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ