1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ

বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ৮৮ Time View

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান হিউম্যান অ্যাফায়ার্স কংগ্রেশনাল কমিটির  চেয়ারম্যান ও কংগ্রেসম্যান জন শ্যাকস্কি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে (স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে) বর্তমান সরকারের হত্যা-নির্যাতনের চিত্র তুলে ধরে যুক্তরাষ্ট্রের শিকাগোয় বসবাসরত প্রবাসীদের একটি প্রতিনিধি দল তার স্থানীয় কার্যালয়ে স্মারকলিপি প্রদান করতে গেলে তিনি এ উদ্বেগের কথা জানান। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কমিউনিটি অব শিকগোল্যান্ড ও শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল এবং উপদেষ্টা এম জসীম উদ্দিন এ প্রতিনিধি দলে  নেতৃত্ব দেন। স্মারকলিপিতে বলা হয়, জনমতকে পাত্তা না দিয়ে কেবল ক্ষমতার মেয়াদ বাড়ানোর চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি সাজানো নির্বাচনের আয়োজন করেছে। এতে অংশ নিতে অনাগ্রহী বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যসব দলের নেতাদের গ্রেপ্তার-নির্যাতন, হত্যা এমনকি গুমের মতো নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। প্রতিদিনই অসংখ্য সাধারণ মানুষ আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে জীবন দিচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের উদ্বেগের কথা জানালে যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান হিউম্যান অ্যাফায়ার্স কংগ্রেশনাল কমিটির চেয়ারম্যান ও কংগ্রেসম্যান জন শ্যাকস্কি ঢাকার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত বলে তিনি জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এখন একটি সুষ্ঠু নির্বাচন দরকার। সেটি যাতে হয় এজন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কাজ শুরু করেছে। দুই বড় দলকে জনগণের মতামতকে গুরুত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র উদ্যোগ নিচ্ছে। এজন্য জাতিসংঘও কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ