1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

গার্মেন্টসে ‘ফাটল’ আতঙ্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩
  • ১০৫ Time View

zpurগাজীপুরে একটি গার্মেন্টেসের দেয়ালে ফাটল দেখা দিয়েছে, এমন দাবি তুলে কর্মবিরতি পালন করছে সেখানকার পোশাক শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের সাতাশ এলাকায় অবস্থিত চৈতী কমপ্লেক্সের সাত ও আট তলায় ফাটল দেখা দিয়েছে। এতে, ভবনটির সাত ও আটতলায় অবস্থিত এসএস সোয়েটারের শত শত শ্রমিক শনিবার সকাল থেকেই ভবনটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্যমতে, “কারখানার ভেতরে শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়।”

শ্রমিকরা আরো জানায়, গত বৃহস্পতিবার থেকে তাদের কারখানা ভবনের ফাটল নিয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় শ্রমিকরা যথাযথ কর্তৃপক্ষ দিয়ে ভবন পরীক্ষা করে দ্রুত ভবন সংস্কারের দাবি জানায়। কিন্তু ভবন মেরামত না করে সকাল থেকে শ্রমিকদের কাজে যোগদান করার নির্দেশ দিলে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এসএস সোয়েটার গার্মেন্টেসের শ্রমিক জুয়েল দাবি করেন, সকালে মালিক শ্রমিকদের কাজ করার জন্য ভবনটিতে যেতে নির্দেশ দেয়। কিন্তু ভবনধসের আশঙ্কায় ভবনের ভেতরে ঢুকতে নারাজ তৈরি পোশাক শ্রমিকরা।

গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনটি থেকে সকলকে নিরাপদে বের করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, দমকল বাহিনীর লোকজন ভবনটির ফাটল পরীক্ষা করে দেখছে।

সাভারে রানা প্লাজায় ফাটল দেখা দেওয়ার পরদিনই ধসে পড়ে নয়তলা ভবনটি। ইতিহাসের ভয়াবহতম ভবনধসের ঘটনায় প্রায় এগারো’শ শ্রমিক মারা যায় এবং আহত হয় আরো কয়েক হাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ