1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

সুজন বলেছে সুশীল দলবাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩
  • ৫৮ Time View

sugonশুক্রবার বিকেলে যশোরে নির্বাচনে নাগরিক অধিকার ও দায়িত্ব বিষয়ক এক কর্মশালায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন,”দেশের সুশীল সমাজ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন দলের হয়ে গেছে। দু’টি দল ক্ষমতায় সুবিধা দিয়ে তাদেরকে বিভক্ত করে দিয়েছে। জাগ্রত জনতা ছাড়া গণতন্ত্র মজবুত হয় না।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন) যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচকের বক্তৃতায় ড.বদিউল আলম মজুমদার  বলেন, গণতন্ত্র সাংবিধানিক অধিকার। এটা কোন ব্যক্তি, গোষ্ঠী কিংবা ধর্মের নয়। আর গণতন্ত্র চর্চা পথের প্রধান পদক্ষেপ হল নির্বাচন। সেখানে বৃহৎ জনগোষ্ঠীর মতামতের প্রতিফলন ঘটলে সেটা গণতন্ত্র চর্চা। কিন্তু আমাদের দেশে গণতন্ত্র একদলীয়, এটা অকার্যকর।

তিনি আরও বলেন,”একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এজন্য সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে।”

সভায় বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, অ্যাডভোকেট সালাউদ্দিন প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কালামিস্ট ফজলুল হক, অ্যাডভোকেট লিটন, অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা, অ্যাডভোকেট নাসিমা বেগম এবং সাংবাদিক মনিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ