1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ

ওবামার জনপ্রিয়তায় ধস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩
  • ৭৩ Time View

obamaটানা দু’বার বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছেন। জনপ্রিয়তার শিখরে থাকা বারাক ওবামার জনপ্রিয়তায় এবার ভাটার টান। যুক্তরাষ্ট্রের কুইনিপেক বিশ্ববিদ্যালয়ের করা সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের পক্ষে রায় দিয়েছেন মাত্র ৩৯ শতাংশ ভোটার।

২০০৯ সালে বিপুল জনসমর্থনে ভর করে হোয়াইট হাউসের দখল নিয়েছিলেন বারাক হুসেন ওবামা। তার পরিবর্তনের স্লোগান নাড়িয়ে দিয়েছিল মার্কিনদের। প্রায় ৫২ শতাংশ মানুষের সমর্থন পেয়ে আমেরিকার সনদে বসেছিলেন ওবামা। ২০১২ সালের নির্বাচনেও তার জনসমর্থনে বিশেষ ভাঁটা পড়েনি।

কিন্তু চলতি বছরের নভেম্বরে করা কুইনিপেক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা বলছে, ৫৪ শতাংশ মার্কিন ভোটারই এখন আর ওবামাকে পছন্দ করছেন না। মাত্র ৩৯ শতাংশ ভোটার তার পক্ষে রায় দিয়েছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমেছে মহিলা ভোটারদের মধ্যেও।

৪৯ শতাংশ মহিলা ভোটার ওবামার বিরুদ্ধে রায় দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ওবামার জনপ্রিয়তা এতো নিচে কখনওই নামেনি।

ওই রিপোর্ট অনুযায়ী, বারাক ওবামার এখনকার জনপ্রিয়তা তার পূর্বসূরী জর্জ ডব্লিউ বুশের শেষ সময়ের সঙ্গেই তুলনীয়। গত অক্টোবরে করা এক সমীক্ষাতেও ওবামার পক্ষে রায় দিয়েছিলেন ৪৯ শতাংশ মানুষ।

এর কারণ হিসাবে সমীক্ষাটি প্রধানত দায়ী করেছে ওবামাকেয়ার নিয়ে নানারকম জটিলতাকেই। শুরু থেকেই নানারকম সমস্যায় ভুগছে ওবামা কেয়ার। আর তা নিয়েই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুসঁছেন মার্কিনরা।

ভোটারদের বৃহত্তর অংশই ওবামার ওপরে আর বিশ্বাস রাখতে পারছেন না। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী ২০১৬ সালের নির্বাচনে জন্য লড়তে পারবেন না তিনি। কিন্তু বারাক ওবামার জনপ্রিয়তায় ভাটার টান বিশেষ স্বস্তিতে রাখছে না ডেমোক্র্যাটদের।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ