1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার শান্ত দ্বীপে অশান্তির বাতাস

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৬৫ Time View

দক্ষিণ এশিয়ার শান্ত দেশ হিসেবে এক নামে মালদ্বীপকে সবাই চেনে। আর এই শান্তশিষ্ট স্বভাবের কারণেই বোধহয় গত কয়েক সপ্তাহ ধরে মালদ্বীপে চলমান বিক্ষোভের খবর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমেই আসেনি। তবে যখন আন্তর্জাতিক অঙ্গনে মালদ্বীপ খবর হলো তখন মোটামুটি মালদ্বীপ রাজনৈতিক সঙ্কটে নিমজ্জিত।

গত কয়েক সপ্তাহ ধরেই মালদ্বীপে সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছিল বিরোধী দল। কি কারণে এই বিক্ষোভ?

বিক্ষোভের মূল কারণই হলো দেশটির ফৌজদারি আদালতের প্রধান বিচারপতি আবদুল্লাহ মোহাম্মদ। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতি এবং রাজনৈতিক স্বজনপ্রীতির অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। যেহেতু একজন বিচারপতিকে সাংবিধানিক নিয়ম অনুযায়ী পুলিশ গ্রেফতার করতে পারে না। তাই তাকে দেশটির সেনাবাহিনী গ্রেফতার করে।

আর এই গ্রেফতারের পরেই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। বিচারপতি আবদুল্লাহ মোহাম্মদ হলো সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুমের একান্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আবদুল্লাহর গ্রেফতারে যে শুধু গাইয়ুমের পার্টি বিক্ষোভ করে তা নয়। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসানও এই গ্রেফতারের প্রতিবাদ জানায়। এরপর থেকেই ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ বিক্ষোভ করে গাইযুমের পার্টি।

ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে গাইয়ুম সমর্থকরা দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরের সামনে বিক্ষোভ করছিল মঙ্গলবার। মোহাম্মদ নাশিদ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিতে গেলেই বাধে বিপত্তি। পুলিশ বাহিনীর কয়েক শ সদস্য সরাসরি প্রেসিডেন্টের নির্দেশ অমান্য করে নেমে পড়ের রাস্তায় এবং দখল করে নেয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। সেই সম্প্রচার মাধ্যম থেকেই দেশবাসীকে নাশিদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসার আহবান জানায় পুলিশ বাহিনী।

মঙ্গলবার দুপুরের দিকে নাশিদ টেলিভিশনে এক বার্তায় বলেন, ‘আমি বিশ্বাস করি, আমি যদি প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকি তাহলে দেশের মানুষ আরও কষ্ট ভোগ করবে। যার কারণে আমি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। আমি বিশ্বাস করি, মালদ্বীপ গণতান্ত্রিক পথেই হাঁটবে এবং বিচার ব্যবস্থা বহাল থাকবে। এই দেশের উন্নতি এবং মানুষের সমৃদ্ধি কামনা করছি আমি।’

মালদ্বীপের প্রগ্রেসিভ পার্টির সদস্য ও মামুন আব্দুল গাইয়ুমের কন্যা দুনিয়া মামুন । দনিয়া বলেন, ‘নাশিদ এখন সেনাবাহিনীর কব্জায় আছেন। সব বিরোধী দল এখন একাট্টা হয়েছে। আমরা বিগত ২৮ দিন ধরে রাস্তায় প্রতিবাদ করছি।’

তবে গাইয়ুমকন্যা দুনিয়া শুধু প্রতিবাদের ভেতরেই সীমাবদ্ধ থাকেননি। সব বিরোধী দল নিয়ে একটা জোট সরকার গঠন করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ২০০৮ সালে দেশটির প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে মামুন আব্দুল গাইয়ুমকে পরাস্ত করে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাশিদ।

নাশিদের শাসনের পরে কারা ক্ষমতায় আসবে তা অনিশ্চিত হয়ে পরেছে। কারণ মঙ্গলবারের এই বিক্ষোভের মাঠে শুধু যে গাইয়ুমপন্থীরাই ছিলেন তা নয়। একই সঙ্গে দেশিটিতে দীর্ঘদিন ধরে ঘাপটি মেরে থাকা ইসলামপন্থীরাও বিক্ষোভের মাঠে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ