1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ

ক্যামরনকে সতর্ক করলো শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩
  • ৯২ Time View

kamoব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলো শ্রীলঙ্কা সরকার। তামিল বিদ্রোহীদের সাথে সিংহলিদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ক্যামেরনের অভিযোগের ভিত্তিতেই এ প্রতিক্রিয়া করেছে শ্রীলঙ্কা।

এদিকে শ্রীলঙ্কায় আসন্ন কমনওয়েলথ সম্মেলন বয়কটের আহ্বান নাকচ করে সেখানে উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

এর আগে তামিল প্রতিনিধি ও বিরোধীদল লেবারপার্টি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সম্মেলন বয়কটের আহবান জানান।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ প্রসঙ্গে জানান, তার শ্রীলঙ্কা সফর দেশটিতে মানবাধিকার উন্নয়নে সহায়ক হবে।

কিন্তু শ্রীলঙ্কা এ বিষয়ে বেশ ক্ষুব্ধ হয়েছে। তাদের ভাষ্যমতে, তামিল বিদ্রোহ ইস্যুতে ক্যামেরনকে আমন্ত্রণ জানানো হয়নি। সেক্ষেত্রে তার এ বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার নেই।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম দেশ ভারতের সাথে বাণিজ্য বিষয়ক আলোচনাও করবেন প্রধানমন্ত্রী ক্যামেরন। তবে এবারের কমনওয়েলথ সম্মেলনে ভারতের উপস্থিতি নিয়ে আশঙ্কা বিরাজ করছে।

কিছুদিন আগে শ্রীলঙ্কাকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধের জন্য দায়ী করে ব্রিটেন। ২০০৯ সালে শ্রীলঙ্কান সেনাবাহিনী ও তামিল বিদ্রোহীদের মধ্যকার তুমুল যুদ্ধে প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ